30 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ: জাতিসংঘ

ইউক্রেন ছেড়েছে ১০ লাখ মানুষ: জাতিসংঘ

ইউক্রেন

বিএনএ বিশ্ব ডেস্ক: ইউক্রেনে রুশ সেনাদের হামলার অষ্টমদিন আজ। নিহতের সংখ্যা যেমন পাল্লা দিয়ে বাড়ছে তেমনি ঘরছাড়া হয়ে পড়েছে অসংখ্য লোক। জাতিসংঘ জানিয়েছে, জীবন বাঁচাতে ইতোমধ্যে এক মিলিয়ন বা ১০ লাখ ইউক্রেনিয়ান প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদক লুইস গুডাল বলেন, ২০১৫ সালের শরণার্থী সংকটে যুক্ত ছিল ১৩ লাখ মানুষ। ইউক্রেনে মাত্র এক সপ্তাহে সেই সংখ্যা পার করে যাচ্ছে।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন যেন দেশে থাকা অসহায় মানুষদের মানবিক সহায়তা দেওয়া যায়। সংস্থাটির অনুমান, এ সংঘাতের কারণে এক কোটির বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হবেন এবং ত্রাণের প্রয়োজন হবে।

গত বৃহস্পতিবার ইউক্রেনের ডোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ