bnanews24.com

চলতি মাসেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

বিএনএ, ঢাকা : মৌসুমী বায়ু থেকে যাওয়ায় এ বছর শরতেও তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হচ্ছে। অন্যদিকে চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।আগারগাঁওয়ের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে। দেশের প্রধান নদনদীতে এ মাসে স্বাভাবিক প্রবাহ বিরাজ থাকতে পারে বলেও জানানো হয়।

বিএনএনিউজ/জেবি,আরকেসি

আরও পড়ুন

আজ ডিআরইউ নির্বাচন

hasanmunna

পাখির আঘাতে জরুরি অবতরণ করল ময়ূরপঙ্খী

RumoChy Chy

আরও অর্ধশতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণ

JewelBarua