30 C
আবহাওয়া
১১:২৯ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » তুমব্রু সীমান্তে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক 

তুমব্রু সীমান্তে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিজিবি মহাপরিচালক 


বিএনএ, কক্সবাজার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর কোনার পাড়া শূন্য রেখায় আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে তিনি সেখানে যান।

পরিদর্শনকালে রোহিঙ্গ্যা ক্যাম্পের সমস্যাসহ চলমান পরিস্থিতি সম্পর্কে বিজিবির কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

পরে মহাপরিচালক তুমব্রু বিওপির সৈনিক লাইন, ডিউটি পোস্ট পরিদর্শন করেন এবং তুমব্রু বিওপিতে সফরসঙ্গী অফিসার এবং সৈনিকদের সাথে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

 

পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক ঘুমধুম সড়ক হয়ে রামু সেক্টরের উদ্দেশ্য রওনা করেন। সন্ধ্যা নাগাদ কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যান।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও ঢাকা থেকে আসা অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

গত ১৮ জানুয়ারি মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা এবং আরএসও’র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে অগ্নিসংযোগে ওই রোহিঙ্গা শিবিরটি সম্পূর্ণ পুড়ে যায়।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ