35 C
আবহাওয়া
১১:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সাবেক এমপি আবুল হাসেম আর নেই

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, সাবেক এমপি আবুল হাসেম আর নেই


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সাবেক দুই বারের সাংসদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক আবুল হাশেম (৯৪) আর নেই। বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল ৭টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন বার্ধক্য জনিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উনার স্ত্রীর নাম আয়েশা বেগম। তিনি নিঃসন্তান ছিলেন বলেও জানান তিনি।

আবুল হাসেম স্কুলজীবনে ভারতীয় কংগ্রেস দলের কর্মী ছিলেন। ১৯৫০ সালে গফরগাঁও সরকারি কলেজের ছাত্র সংসদের সহ-সভাপতি ছিলেন।

তিনি মুক্তিযুদ্ধের সংগঠক, ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৭০ সালের তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ময়মনসিংহ-১৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ