বিএনএ, দিনাজপুর: দিনাজপুরে বিরামপুর উপজেলায় রেলেক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাইভেটকারে চালকসহ চারজন পার্বতীপুর থেকে জয়হাটে যাচ্ছিলেন। সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে প্রাইভেটকারচালক দুর্ঘটনার আগে নেমে পালিয়ে যায়।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তিন মরদেহ এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ২৪/ এমএইচ
Total Viewed and Shared : 136