40 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » দর্শকপূর্ণ মাঠে হবে কাতার বিশ্বকাপ

দর্শকপূর্ণ মাঠে হবে কাতার বিশ্বকাপ

দর্শকপূর্ণ মাঠে হবে কাতার বিশ্বকাপ

বিএনএ,ঢাকা:করোনা মহামারির কারণে স্থবির হয়ে পড়েছিল পুরো ক্রীড়া বিশ্ব।ধীরে ধীরে সীমিত পরিসরে আসরগুলো শুরু হলেও এখনও স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি নেই বললেই চলে।ফলে সব ধরনের খেলাই এখন প্রাণচাঞ্চল্যহীন, নেই কোন উত্তেজনা।

তবে, অন্যান্য ম্যাচ আয়োজিত হলেও এমন উত্তেজনা ছাড়া বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজিত হতে পারে না।এ ব্যাপারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর বলেন,টিকা প্রয়োগের মাধ্যমে করোনাকে হারিয়ে ২০২২ সালে দর্শকপূর্ণ গ্যালারিতে বিশ্বকাপ হবে।

ইনফানতিনো বলেন,তিনি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে বিশ্বকে আবারও এক সুঁতোয় গাঁথতে সক্ষম হবেন।আবার গ্যালারিতে উল্লাস করতে পারব।করোনাকে হারিয়ে দর্শকপূর্ণ মাঠে ২০২২ কাতার বিশ্বকাপ হবে।যে কোনোভাবেই সাধারণ মানুষের চেয়ে অ্যাথলেটদের করোনা টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া ঠিক হবে না বলে মনে করেন তিনি।

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।সেই বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এই খেলার বিশ্ব আয়োজন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ