35 C
আবহাওয়া
৭:১৩ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা !

৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা !

৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা !

বিএনএ ডেস্ক: দেশের উত্তরের কয়েকটি জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়ছে। বর্তমানে মৌলভীবাজার ও পঞ্চগড়ের ওপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এখন হালকা অবস্থায় থাকলেও এটি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় থার্মোমিটারের পারদ ৪ ডিগ্রির ঘরে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মো. আজিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, চলতি মাসে দুই থেকে তিনটি হালকা (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ও দুইটি মাঝারি থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া, চলতি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আর বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।

শনিবার (১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪। গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গড়ে ১১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৫.৬, চট্টগ্রামে ১৬.৬, সিলেটে ১৪.২, ময়মনসিংহে ১৪, রাজশাহীতে ১৩.৪,  রংপুরে ১৩, খুলনায় ১৪.৮ এবং বরিশালে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে, উত্তরের জেলাগুলোতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে আছেন হতদরিদ্ররা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। শীতের কারণে কাজে যেতে পারছেন খেটে খাওয়া মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া তেমন  কেউ বাইরে বের হচ্ছে না। শীতে বেশি বিপাকে বয়স্ক ও শিশুরা। ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ