36 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ১৬ জানুয়ারি  বসছে বছরের প্রথম সংসদ অধিবেশন 

১৬ জানুয়ারি  বসছে বছরের প্রথম সংসদ অধিবেশন 

বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

বিএনএ ঢাকা: আগামি ১৬ জানুয়ারি (রোববার) একাদশ জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন বসবে। এদিন বিকেল চারটায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

শনিবার (১ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে। ফলে এই অধিবেশন দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির ভাষণ ছাড়াও  অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন এবং পাস করারও কথা রয়েছে।

এর আগে গত ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস চলে ২৮ নভেম্বর একাদশ সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। ঐদিন রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ  অধিবেশনের ইতি টানেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ