30 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ফেনীর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ফেনীর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ফেনীর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিএনএ,ফেনী : নানা আয়োজনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  শনিবার (১ জানুয়ারি) দুপুরে হাসপাতালে হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ—উল হাসান।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনীর সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন। বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সদস্য ফেনী পৌরসভার কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা. মো. আইয়ুব।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ—সভাপতি এ.এস.এম নুর উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল, যুগ্ম কোষাধ্যক্ষ ফরিদ আহমদ ভূঁইয়া, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন (ছুট্টু), সদস্য গোলাম সরওয়ার (বাহার), আবুল কাসেম, পেয়ার আহমদ, সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, আখতার হোসেন চৌধুরী, মোহাম্মদ নুরুল করিম, আবু নাছের চৌধুরী (কচি) এবং হাসপাতালের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে কেক কেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ফেনীর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ফেনীর প্রয়াত ও সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন তমিজিয়া জামে মসজিদের খতিব মাওলানা নূর মোহাম্মদ।

বিএনএনিউজ২৪.কম/নিজাম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ