28 C
আবহাওয়া
২:২৪ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ১০৫

চট্টগ্রামে করোনা রোগী বেড়েছে আরও ১০৫

২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল ১১ জনের

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষায় ১০৫জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরে ৯৩ জন এবং উপজেলায় ১২ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৪৪৪ জন। শুক্রবার (১ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৬৬টি নমুনা পরীক্ষায় ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৬৩টি নমুনা পরীক্ষায় ১০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষায় ২১ জন,  ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় ১৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৬১টি নমুনা পরীক্ষায় ১২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬টি নমুনা পরীক্ষায় ১৬জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩৬টি নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।ওইদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় ১০৫জন বেড়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা এখন ৩০ হাজার ৪৪৪ জন। এদের মধ্যে ২৩ হাজার ৫৫৫ জন নগরের ও ৬ হাজার ৮৮৯জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। একই সময় করোনায় কারও মৃত্যু না হওয়ায় ৩৫৯ জনে স্থির রয়েছে। যাদের ২৫৬ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৪০ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ