30 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

বিএনএ, ঢাকা : দেশের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও রাজশাহীসহ আরও কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের সিকিম। এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। সোমবার (৫ এপ্রিল) প্রায় ৮ সেকেন্ড ব্যাপী এ ভূমিকম্প রাত ৯টা ২২ মিনিটে অনুভূত হয়। তবে এ ভূমিকম্পে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমের সীমান্তবর্তী সানজিদে। ভূগর্ভ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগ এবং ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে করোনার কারণে লকডাউন থাকায় ভূমিকম্পে রাস্তায় লোকজনকে বের হতে দেখা যায়নি।

গত বছরের ২৮ জুন রংপুর অঞ্চলে সর্বশেষ ভূমিকম্প অনুভূত হয়। এর আগে ওই বছরের ৮ জানুয়ারি রংপুর বিভাগে ভূমিকম্প হয়েছিল।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ