25 C
আবহাওয়া
৮:৩৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় একদিনে প্রাণহানি ১৩ হাজার ছাড়াল 

করোনায় একদিনে প্রাণহানি ১৩ হাজার ছাড়াল 

দেশে ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু,আক্রান্ত-৯৩২

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় ফের বিশ্বে  একদিনে প্রাণহানি ১৩ হাজার ছাড়িয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৭ লাখ মানুষ। সুস্থ হয়েছে ৪ লাখ ৯১ হাজারের বেশি লোক।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী,গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪২৩ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৭ লাখ ৩৭ ৫০৫ জন। এ ছাড়া  বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৩৪ জন ।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ১৫২ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ২১৮ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১ লাখ ২৩ হাজার ৫৪৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৭৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা  ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৩ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৬৪ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৯ লাখ ৩৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ হাজার ৪৬১ জনের।

 

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ