bnanews24.com
ভিয়েতনামে

হো চি মিন-এ ১৫ বাংলাদেশি আটক

বিএনএ,বিশ্ব ডেস্ক:  ভিয়েতনামে ১৫ জন প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। বুধবার(১২আগস্ট) সকালে হো চি মিন এলাকা থেকে তাদের আটক করা হয়। গত কয়েকদিন ধরেই দেশে ফিরে আসার চেষ্টা করছিলেন ওই প্রবাসীরা। এজন্যে ভিয়েতনামের ভুং তাও এলাকা থেকে হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তারা।

বুধবার সকালে হো চি মিন থেকে হ্যানয়ে যাওয়ার উদ্দেশে তারা বাসের ওঠার সময় তারা পুলিশের হাতে আটক হন। আটক ১৫ বাংলাদেশির মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। তারা হলেন— সায়েফ, শফিক, চাঁদ আলী, মোমিন, কাদির, ইসমাইল, আলী, নজরুল, মামুন, শহীদ, আনোয়ার, রাজু, অমিক ও সজিব।

জানা যায়, ভিয়েতনামে পৌঁছার পরই দালালরা তাদের পাসপোর্ট নিয়ে নেয়। যে কাজের কথা বলে তাদের নেওয়া হয় এবং যে পরিমাণ বেতন দেওয়ার কথা ছিল, তার কোনোটাই সঠিক ছিল না। এমন পরিস্থিতিতে তারা দেশে ফিরে আসতে চান। এদিকে এই ১৫ জন আটকের তথ্য জানে না বাংলাদেশ দূতাবাস। ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পার্সোনাল অফিসার মো. সালাম বলেন, কোনও বাংলাদেশি আটক হয়েছেন আমরা এমন কোনও খবর পাইনি।

বিএনএনিউজ/আরিফ,এসজিএন

আরও পড়ুন

চবিতে র‍্যাগ দেয়ায় তিন শিক্ষাথী আটক

Jishan Islam

নোয়াবের বিবৃতি প্রত্যাখ্যান বিএফইউজে ও ডিইউজের

showkat osman

টি-টেন লিগে বাংলা টাইগার্সে খেলবেন যারা

marjuk munna