bnanews24.com
যুবলীগ নেতা সম্রাট

সম্রাটকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করেছে দুদক

বিএনএ,ঢাকা (আদালত প্রতিবেদক): ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অবৈধ সম্পদের মামলার তদন্তের অংশ হিসেবে এ জিজ্ঞাসাবাদ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম সম্রাটকে জিজ্ঞাসাবাদ করে।

গত বছর (২০১৯) সালের নভেম্বর মাসে ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুদক। মামলার অভিযোগে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে নিজ নামে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের কথা বলা হয়েছে। এই মামলার তদন্তের অংশ হিসেবে আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিএনএ/সাহিদুল,ওজি

আরও পড়ুন

সাবরিনার দ্বিতীয় দফায় রিমান্ড মঞ্জুর

marjuk munna

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৫ হাজার ছুঁই ছুঁই

marjuk munna

আবরার হত্যার ঘটনায় গ্রেফতার সেতুর ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর

RumoChy Chy