bnanews24.com
শান্তিতে নোবেল পাচ্ছেন বাংলাদেশি!

শান্তিতে নোবেল পাচ্ছেন বাংলাদেশি!

বিএনএ, ডেস্ক : নোবেল শান্তিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন অধ্যাপক ড.রুহুল আবিদ এবং তার অলাভজনক প্রতিষ্ঠান হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল (হয়েফো)

ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিন -ফিলিপ বেলিউ এই খবর নিশ্চিত করেছেন।

২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ২১১ জন ব্যক্তির মধ্যে তিনি একজন।

ডা. রুহুল আবিদ ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মোলিকুলার বায়োলজি ও জৈব রসায়নে পিএইচডি অর্জন করেন। এরপর ২০০১ সালে তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ সম্পন্ন করেন।

ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের একজন নির্বাহী সদস্য ড. রুহুল আবিদ। বাংলাদেশের সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে তার স্বেচ্ছাসেবী সংগঠন হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল। বর্তমানে দুটি রোহিঙ্গা শিবিরে করোনা সংক্রমণরোধে দক্ষতার প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাটি।

প্রসঙ্গত, নোবেল পুরস্কারের জন্য মনোনীতদের মধ্য থেকে আগামী অক্টোবর মাসের ৫ থেকে ১২ তারিখের মধ্যে বিজয়ী ঘোষণা করা হবে।

সূত্র: বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ)/নিউজবিএনএ

আরও পড়ুন

আগুনের ফুলকিতে সাত শ্রমিক দগ্ধ

RumoChy Chy

ক্লাস চালুর দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

JewelBarua

লন্ডনে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদের তালিকায়  টিউলিপ সিদ্দিক

showkat osman