bnanews24.com
করোনায় আড়াই মাসে ৫৩ চিকিৎসকের মৃত্যু

রাজধানীতে করোনায় প্রাণ গেল আরও এক চিকিৎসকের

ঢাকা: করোনা আক্রান্ত হয়ে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম এ ওয়াহাব ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।বুধবার(১ জুলাই) রাত সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান তিনি।খবর বিএনএ’র।

প্রায় দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন অধ্যাপক ডা. এম এ ওয়াহাব। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সুস্থ করে তুলতে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিল।

ডাক্তার এম এ ওয়াহাবের মরদেহ তার গ্রামের বাড়ি যশোরে নেয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।

ডা. রাহাত একাধিকবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করার পাশাপাশি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহসভাপতি ছিলেন।

এরআগে বুধবার বিকেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর আল রাজী হাসপাতালের সাবেক পরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিন মারা যান। ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।ডা. রুহুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার(২ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি আরও বলেন, করোনায় দেশে এখন পর্যন্ত ৫৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আট জন চিকিৎসক।

বিএনএনিউজ/এসজিএন

আরও পড়ুন

করোনা সন্দেহে ওমান ফেরত শ্রমিককে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি

JewelBarua

ভারতের বিপক্ষে টাইগারদের বাঁচামরার লড়াই আজ

RumoChy Chy

অন্ধকারে ঢিল ছোঁড়ে বিএনপি-ওবায়দুল কাদের

RumoChy Chy