bnanews24.com
মিয়ানমারে খনিতে ভূমিধস : অন্তত ১১৩

মিয়ানমারে খনিতে ভূমিধস : অন্তত ১১৩

বিশ্ব ডেস্ক: মিয়ানমারে জেড পাথরের খনিতে ভয়াবহ ভূমিধসে র অন্তত ১১৩ জনের মৃত্যু হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনেরও বেশি শ্রমিক।

বৃহস্পতিবার (০২ জুলাই) দেশটির ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মূলত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায় স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়। দুর্ঘটনার সময় এ খনিতে জেড পাথর সংগ্রহ করছিলেন শ্রমিকরা।

মিয়ানমারের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আটকেপড়াদের সবাই খনি শ্রমিক। তারা সেখানে পাথর সংগ্রহ করছিলেন।

মিয়ানমার ফায়ার সার্ভিস তাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদাপানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি।

সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার খনি-ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান।

বিএনএ/এসজিএন

আরও পড়ুন

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সেবা দেয়ার নামে এম্বুলেন্স বাণিজ্য

marjuk munna

এডিস মশা নিধন না হওয়া পর্যন্ত ছুটি বাতিল-ডিএনসিসি মেয়র

Osman Goni

বিএনপি কার্যালয় ঘেরাও পুলিশের

bnanews24