bnanews24.com
ডায়মন্ড সিটি লায়ন্স ক্লাব

মিজানুর রহমান মজুমদার ডায়মন্ড সিটি লায়ন্স ক্লাবের নতুন প্রেসিডেন্ট

চট্টগ্রাম: বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ)সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার ডায়মন্ড সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট (২০২০-২১)নির্বাচিত হয়েছেন। তিনি লায়ন জাকির হোসেন এমজেএফ এর স্থলাভিসিক্ত হলেন।

সম্প্রতি এপোলো শপিংসেন্টারে লায়ন চৌধুরী শামীম মোস্তফা এমজেএফ এর এর সভাপতিত্বে  অনুষ্টিত এক সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন,সেক্রেটারি লায়ন মো. আবিদুর রহমান ও ট্রেজারার লায়ন চৌধুরী ফাহিম মোস্তফা, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন জেফরীন জাহান চৌধূরী ন্যান্সি,দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন প্রফেসর ড. শিরীণ আকতার, তৃতীয় ভাইস প্রেসিডেন্ট শেখ আমেনা খাতুন পুতুল, জয়েন্ট সেক্রেটারি লায়ন এয়াকুব চৌধুরী,জয়েন্ট ট্রেজারার চৌধুরী সাদমান মোস্তফা,টেমার লায়ন শাকেরা সুলতানা চৌধুরী, টেইল টুইস্টার লায়ন অ্যাডভোকেট আলাউদ্দিন,লায়ন মো. মাহিউদ্দিন,লায়ন ফারহানা হক,লায়ন মো. ইমরান চৌধুরী,লায়ন নাসিমুজ্জামান রনি ও লায়ন মো. তানভীর ইয়াসীর।

সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন জাকির হোসেন এমজেএফ, ডাইরেক্টর লায়ন এ এইচ এম ইলিয়াস করিম,ডাইরেক্টর লায়ন এ এফএম জহির উদ্দিন, ডাইরেক্টর লায়ন শামীম আরা বেগম ও ডাইরেক্টর লায়ন চৌধুরী মো. রকিবুল কামাল এফসিএ।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বহু সামাজিক,শিক্ষামূলক,শিক্ষা প্রতিষ্টান সংশ্লিস্ট সংগঠনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত রয়েছেন।তিনি আপাদমস্তক একজন সমাজ সেবকও।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,চবি ২৬তম ব্যাচের আহবায়ক, বাঙ্কার সাপ্লাই এসোয়েশনের প্রেসিডেন্ট, ছাগলনাইয়া রওশন ফকির দরগাহ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, সুলতান আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি।

বিএনএ/এসজিএন

আরও পড়ুন

পাশ্চাত্য সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে-এরদোগান

bnanews24

ফাঁকা রাজধানী ঢাকা

RumoChy Chy

জয়ের ধারায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স

marjuk munna