bnanews24.com
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন

করোনা : চট্টগ্রামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে চারজন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জনে।

শনিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল শুক্রবার চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৭৭ জন ও ২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৭ জন ও উপজেলা পর্যায়ের ৫ জন বাসিন্দার করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ জন ও উপজেলা পর্যায়ের ১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৯ জন ও উপজেলা পর্যায়ের ৩ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ জন ও উপজেলা পর্যায়ের ১৪ জন বাসিন্দার করোনা মিলেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০১ জনের নমুনা পরীক্ষায় নগরের ২২ জন ও উপজেলা পর্যায়ের ২ জন  বাসিন্দার করোনা মিলেছে।

শেভরণ ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট পাইনি সিভিল সার্জন অফিস।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষায় করোনা মিলেনি কারোর।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ২৩ জনের মধ্যে বোয়ালখালীর ২, রাউজানে ৫, ফটিকছড়িতে ১, হাটহাজারীতে ৯, সীতাকুণ্ডে ৫ ও মিরসরাইয়ে ১ জন বাসিন্দা আছেন।

এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৫ হাজার ৭৭৫ জনের মধ্যে নগরের ১১ হাজার ১২৩ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৬৫২ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২৫১ জনের মধ্যে নগরের ১৭৩ জন ও উপজেলার ৭২ জন বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪২ জন করোনা রোগী। এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ৩ হাজার ৪৭৫ জন করোনা রোগী।

বিএনএনিউজ/মনির

আরও পড়ুন

রাউজানে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

Osman Goni

পাঞ্জাবের হেড কোচ হলেন কুম্বলে

Jishan Islam

খুলনাকে হারিয়ে শীর্ষে ঢাকা

marjuk munna