26 C
আবহাওয়া
১:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ২১ অক্টোবর দরবারে আলীয়া গারাংগিয়ার ত্বরিকত সম্মেলন ২০২৪

২১ অক্টোবর দরবারে আলীয়া গারাংগিয়ার ত্বরিকত সম্মেলন ২০২৪


চট্টগ্রাম:  গারাংগিয়া হযরত বড় হুজুর (রাহ.) এর ওফাত দিবস উপলক্ষে দরবারে আলিয়া গারাংগিয়া ত্ব‌রিকত সম্মেলন’২৪ আগামী ২১ অক্টোবর ২০২৪ইং সোমবার বাদে আসর হতে সারারাতব্যপী গারাংগিয়া কামিল এমএ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ৫ অক্টোবর শনিবার দুপুর ২টা আমিরাবাদ পদুয়া রূপসী ক্লাবে দক্ষিণ চট্টগ্রাম এন্তেজামিয়া কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন তরিকত সম্মেলনের প্রধান উদ্যোক্তা হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ), পীর ছাহেব কেবলা, গারাংগিয়া।

উক্ত প্রস্তুতি সভায় গারাংগিয়া সিলসিলার সকল ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য ১৩ই অক্টোবর রবিবার চট্টগ্রাম উত্তর এবং মহানগর এন্তেজামিয়া কমিটির প্রস্তুতি সভা আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ