29 C
আবহাওয়া
৬:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » গাজা যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ


বিএনএ,  বিশ্বডেস্ক : ‘তুমি আমাদের জন্য মৃত্যু বয়ে এনেছো এবং বলছ যে, এটাই জীবন’ তেলআবিবে  বিক্ষোভরত এক ইসরায়েলি এমন বার্তা দিল নেতানিয়াহুকে ।

অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধ করে হলেও অবিলম্বে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্ত করে আনার দাবিতে রাজধানী তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ হয়েছে।তেল আবিবের হাবিমা স্কয়ারে এ  বিক্ষোভ সমাবেশ হয়।  বিক্ষোভকারীরা এবার নতুন দাবি তুলে বলেছেন, প্রধানমন্ত্রী  নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করে এই মুহূর্তে নতুন নির্বাচন দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে  ‘এই মুহূর্তে নির্বাচন’ ধ্বনিতে মুহুর্মুহু স্লোগান দেয়া হয়। আরেক ইসরায়েলি তার প্ল্যাকার্ডে নেতানিয়াহু সম্পর্কে লিখেছেন: ‘দেশদ্রোহী, চোর, দুর্নীতিবাজ। তাকে জেলে পুরতে হবে।’

গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র বিরোধিতা করে আরেকটি ব্যানারে লেখা ছিল: ‘মায়েদের কান্না: আমাদের সেনাদেরকে এখনই গাজা থেকে বের করে আনো।’

আরেকজন বিক্ষোভকারী লিখেছেন, “আমরা যদি তাকে এখনই ক্ষমতা থেকে না নামায় তাহলে ইসরায়েল বাঁচবে না।”

৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের পাল্টা হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি গাজাবাসী নিহত হয়। #

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ