16 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই

খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই

সাবিহ উদ্দিন

বিএনএ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ মারা গেছেন। সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে সাবিহ উদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

সাবিহ উদ্দিন আহমেদ ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব, ২০০১ সালে বিএনপি সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব এবং যুক্তরাজ্যে হাইকমিশনার ছিলেন।

সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং মৃত্যুর দিন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ