18 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ কারবারি গ্রেফতার

সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ কারবারি গ্রেফতার

চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ কারবারি গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ৩.৪৫০ কেজি আফিমসহ বাবু মারমা (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৩০ অক্টোবর) রাঙ্গুনিয়া থানাধীন দশ মাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবু মারমা বান্দরবান সদরের তংজংগা পাড়ার (রাজভিলা) মৃত মংছো’র ছেলে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, রাঙ্গুনিয়া থানাধীন দশ মাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু মারমা (২০)কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩.৪৫০ কেজি আফিম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা।

সে দীর্ঘ দিন যাবৎ বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মাদক কারবারি হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ