26 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১২ জেলে

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১২ জেলে

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১ জেলে

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জন জেলে দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার। এরআগে শনিবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের অলিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকার সৈয়দ আহম্মদের ছেলে মো. জিসাত (২৪), দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলি ফকির ডেইল এলাকার আবুল কালামের ছেলে মো. মিনহাজ (১৭), দক্ষিণ ধুরুং ইউনিয়নের বৈদ্যার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে মো. রাকিব (২০), মো. সাইফুল (৪৮), মো. মামুন (২০)—এই পাঁচ জনের নাম পাওয়া গেছে।

ওসি ওমর হায়দার জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে একটি ট্রলার কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ঘাটের কাছাকাছি এলে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ হয়। ট্রলারে তেল থাকায় আগুন দ্রুত ট্রলারে ছড়িয়ে পড়ে। এ সময় ট্রলারে থাকা জেলেরা বিস্ফোরণে আহত হয়ে পানিতে ঝাঁপ দেয়। ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আহত জেলেদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ