বিএনএ, চট্টগ্রাম:চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়েতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।তারা কেরানীহাট আশ-শেফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শনিবার(৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার ছদাহা ইউনিয়নের পূর্ব শাহীরপাড়া এলাকার এক ছেলের সঙ্গে চন্দনাইশের হাছনদণ্ডী এলাকার এক মেয়ের বিয়ে ঠিক হয়। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল থেকে কালিয়াইশ ইউনিয়নের নিরিবিলি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান চলছিল।দুপুরের দিকে খাবার সময় মাংস কম দেওয়ায় বরপক্ষের সঙ্গে কনেপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
সাতকানিয়া থানার এসআই মোল্লা মো. জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের কথা জানিয়েছেন।
বিএনএ/ওজি