28 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - আগস্ট ৩১, ২০২৫
Bnanews24.com
Home » রুমিন ফারহানার উপহার, স্বাগত জানালেন হাসনাত

রুমিন ফারহানার উপহার, স্বাগত জানালেন হাসনাত


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রুমিন ফারহানা তার খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা। আমরা অবশ্যই স্বাগত জানাই। গণপরিষদ নির্বাচন, নতুন এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এ উঠান বৈঠকের আয়োজন করে।

এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বক্তব্য হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও একে অপরের বিরুদ্ধে সমালোচনা চলে।

বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর যে আক্রমণ হয়েছে- সেটা একটা ম্যাসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেয়া হয়েছিল। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে, যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। এটার জন্য সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

এনসিপি যেন সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সরকার গঠন করতে পারে সেজন্যও সকলের কাছে দোয়া চান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ