28 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - আগস্ট ৩১, ২০২৫
Bnanews24.com
Home » গাজা সংঘাতে নিহত ৯০০ ইসরায়েলি সেনা

গাজা সংঘাতে নিহত ৯০০ ইসরায়েলি সেনা


বিএনএ, বিশ্বডেস্ক: শনিবার (৩০ আগস্ট) অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, নিহত সার্জেন্ট ফার্স্ট ক্লাস এরিয়েল লুবলিনার (৩৪) গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া ৯০০তম ইসরায়েলি সেনা।

গাজার খান ইউনিসে গত শনিবার লুবলিনার নিহত হন। তিনি উত্তর ইসরায়েলের কিরিয়াত বিয়ালিকের বাসিন্দা ছিলেন। প্রায় ১০ বছর আগে লুবলিনার ব্রাজিল থেকে ইসরায়েলে আসেন।
আইডিএফ-এর প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, সহযোদ্ধার বন্দুক থেকে দুর্ঘটনাবশত ছোড়া গুলিতেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরিস্থিতি তদন্ত করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল এর তথ্যমতে, শুক্রবার ( ২৯ আগস্ট) রাতে উত্তর গাজার জায়তুন এলাকায় সাঁজোয়া যানবাহনে বোমা বিস্ফোরণে সাতজন সেনা আহত হন। বিস্ফোরণে গুরুতর আহত একজনকে হাসপাতালে রাখা হয়েছে, বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ