28 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - আগস্ট ৩১, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু


বিএনএ, ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আমির আলীর স্ত্রী রোকসানা ও তার মেয়ে লামিয়া। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে শিহারচর বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,  জমে থাকা বৃষ্টির পানি সেচতে গিয়ে পাম্পের সুইচ স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন রোকসানা। তার চিৎকারে মেয়ে লামিয়া এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক বাশার  এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ