28 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৪, ২০২৩
Bnanews24.com
Home » প্রধান বিচারপতির শেষ কর্ম দিবস আজ

প্রধান বিচারপতির শেষ কর্ম দিবস আজ

বিচারপতি

আদালত প্রতিবেদক: বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে বৃহস্পতিবার (৩১ আগস্ট) শেষ কর্মদিবস পালন করছেন। শেষ কর্ম দিবসে সকালে সাড়ে ১০ টায় তাকে সংবর্ধনায় দেয়া হয়।

সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির সংবর্ধনায় মান পত্র পাঠ করেন। এসময় প্রধান বিচারপতির কর্মময় জীবনের চিত্র তুলে ধরা হয়।

এসময় আপিলের এক নম্বর কোর্ট আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তবে বিএনপি সমর্থিত জ্যেষ্ঠ আইনজীবীদের দেখা যায়নি।

দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর তার মেয়দকাল শেষ হবে, তবে এসময় কোর্টের অবকাশকালীন ছুটি থাকায় বৃহস্পতিবার শেষ বিচারিক কাজ শেষ করেন।

২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শপথ বাক্য পাঠ করান। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। পড়ালেখা শেষে ১৯৮১ সালের ২১ আগস্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট এবং ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 1794 


শিরোনাম বিএনএ