বিনোদন ডেস্ক: কৌতুক অভিনেতা হিসেবে ক্রিস রকের পরিচিতি হলিউডেই সীমাবদ্ধ ছিল। কিন্তু অস্কারের আসরে এক চড় খেয়ে তার পরিচিতি ছড়িয়ে গেছে গোটা বিশ্বে। সেইসঙ্গে বৃদ্ধি পেয়েছে জনপ্রিয়তা। এজন্য অভিনেতা উইল স্মিথ ও অস্কারের আসরকে তার আজীবন মনে রাখার কথা। তারপরও ফিরিয়ে দিলেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২৩ -এর আসর সঞ্চালনার প্রস্তাব।
এ প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যমকে এই অভিনেতা জানিয়েছেন, তার কাছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২৩ উপস্থাপনার প্রস্তাব এসেছিল। কিন্তু তিনি না করে দিয়েছেন।
তবে কেন তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন– সে বিষয়ে কিছু না বললেও অনেকে ভাবছেন উইল স্মিথের সেই চড়ের কথা এখনও ভুলতে পারেননি ক্রিস। সেকারণেই হয়ত এবারের অস্কারের আসরে নিজেকে রাখতে চাননি তিনি।
চলতি বছরের ২৮ মার্চ অনুষ্ঠিত অস্কারের আসর সঞ্চালনার দায়িত্বে থাকাবস্থায় স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস রক। বিষয়টি ভালো লাগেনি স্মিথের। ফলস্বরূপ রেগে গিয়ে সেই ভরা আসরেই রকের গালে কষে এক চড় মারেন তিনি।
বিএনএ /রিপন রহমান খাঁন/ এমএইচ