20 C
আবহাওয়া
১১:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » আবারও ব্রিসবেন হিটে মুজিব

আবারও ব্রিসবেন হিটে মুজিব

আবারও ব্রিসবেন হিটে মুজিব

বিএনএ,স্পোর্টসডেস্ক : বিগ ব্যাশ ২০২১-২০২২ মৌসুমে আবারও ব্রিসবেন হিটের হয়ে খেলবেন মুজিব-উর-রহমান।মঙ্গলবার(৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে দলটির হয়ে তিন আসরে খেলেছেন এই আফগান স্পিনার। বতর্মানে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে পঞ্চম র‌্যাঙ্কদারি বোলার তিনি।

মুজির তার  প্রথম মৌসুমে হিটের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।বিবিএলে এখন পর্যন্ত ৬.১৩  দারুণ ইকোনমি রেটে ২৯ উইকেট শিকার করে।

সম্প্রতি শেষ হওয়া দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ৭.২৪ ইকোনমি রেটে ৬টি উইকেট নেন এই রহস্যময় স্পিনার।

আসন্ন মৌসুমে বিদেশি কৌটায় ইংল্যান্ডের টম ব্যান্টনকে সঙ্গী হিসাবে পাবেন মুজিব।

ব্রিসবেন হিট স্কোয়াড:

ক্রিস লিন, টম ব্যান্টন, জেভিয়ার বার্টলেট, স্যাম হিজলেট, জিমি পেয়ারসন, মার্ক স্টেকেটি, মিচ সুইপসন, ম্যাট উইল্যান্স, টম কুপার, মাইকেল নেসার, মার্নাস লাবুচাগনে এবং মুজিব উর রহমান।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ