18 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় আরও ৮৬ জনের মৃত্যু

করোনায় আরও ৮৬ জনের মৃত্যু


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৮৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯৫ জনে। একই সময়ে নতুন করে ৩ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১৮ জনে।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৬ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৪২ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ জন মারা গেছেন।

এ ছাড়া, খুলনা বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন, সিলেট বিভাগে নয় জন, রংপুর বিভাগে পাঁচ জন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন চার হাজার ১০২ জন। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ