বিএনএ ডেস্ক: প্রয়োজন হলে সরকার অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনবে। একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (৩১ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ও অপপ্রয়োগ রোধে সরকার ইতোমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছেন। এই আইনে কেউ মামলা করলে সে বিষয়ে নিশ্চিত হতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের অধীনে পরীক্ষার জন্য আইন বিশ্লেষকের সমন্বয়ে গঠিত সেলে পাঠানো হবে।’ তথ্য প্রমাণের ভিত্তিতে সেল যদি এটিকে মামলা বলে মনে করে তবে সেটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে। পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকলে, তা গ্রহণ করা হবে না।
আইনমন্ত্রী বলেন, এই আইনের অধীনে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা ইতোমধ্যে কমে এসেছে। বলেন, ‘এই আইনে কিছু অজামিনযোগ্য ধারা আছে। তবে তার মানে এই নয় যে আদালত মামলায় আসামিদের জামিন দিতে পারবেন না।’ বলেন, ‘কোনো মামলায় আসামিকে জামিন দেয়া আদালতের বিবেচনার বিষয়।’
গণমাধ্যমকর্মী আইনটি সাংবাদিকদের সুবিধার জন্যই করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সুস্থ সাংবাদিকতা বন্ধ করার জন্য বর্তমান সরকার কোনো আইন করেনি, করবেও না। বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সমাজকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। এটা বন্ধ করার জন্যই আইন করা হচ্ছে।’
বিএনএ/ এ আর
Total Viewed and Shared : 1 33 , 33 views and shared