30 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ‘সাতকানিয়ায় জেলা পরিষদের প্রায় ৩০ কোটি টাকার সম্পদ উদ্ধার’

‘সাতকানিয়ায় জেলা পরিষদের প্রায় ৩০ কোটি টাকার সম্পদ উদ্ধার’

'সাতকানিয়ায় জেলা পরিষদের প্রায় ৩০ কোটি টাকার সম্পদ উদ্ধার'

বিএনএ ডেস্ক: সাতকানিয়া উপজেলা ও পৌরসভা সদরে চট্টগ্রাম জেলা পরিষদের জেলা পরিষদের ৩০ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো দিদারুল আলম, জেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী। উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার, জেলা, থানা পুলিশ ও আনসার সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা পরিষদের বিশালাকার রহমতআলী দীঘির উত্তর পাড় ও জেলা পরিষদ সড়ক সমূহ অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়। একই সাথে জেলা পরিষদ মার্কেটের বৈধ দোকানদারগণ জেলা পরিষদ সড়ক অবৈধভাবে দখল করে দোকানের মালামাল রেখে সড়ক দখল করে ফেলে। ফলে তীব্র যানজট ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্র -ছাত্রী এবং পথচারীদের চলাচলের ক্ষেত্রে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়। অভিযানে দোকানের মালামাল সরিয়ে দেয়া হয়।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার জেলা পরিষদের মার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, জেলা পরিষদের সকল নির্দেশনার বাইরে সড়ক জবরদখল করে দোকান সম্প্রসারণ করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ এস এম এন কে

Loading


শিরোনাম বিএনএ