26 C
আবহাওয়া
৫:৩৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২


বিএনএ, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ি এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।সোমবার (৩১ মার্চ) সকালে ঢাকা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী রায়পুরা থানা এলাকার রহিজ উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫১) ও ব্রাহ্মণবাড়িয়ার আবু বক্করের মেয়ে তাবাসসুম (৫)। নিহতরা সম্পর্কে খালা-ভাগনি।

স্থানীয় সূত্র জানায়, খালাতো বোনের মেয়ে ভাগনি তাবাসসুমকে নিয়ে শিউলি বেগম গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নরসিংদী যাচ্ছিল। একপর্যায়ে তাদের সিএনজি শিববাড়ি এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে শিউলি বেগম ও তাবাসসুম নিহত হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা ওই বাসে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, বাস ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ