26 C
আবহাওয়া
৫:২৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীন

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীন


বিএনএ, ঢাকা: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, চীন সরকার এবং চীনা ব্যবসায়ীদের কাছ থেকে যে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি বাংলাদেশ পেয়েছে, তার ১০০ কোটি ডলারের বেশি হবে বিনিয়োগ।

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফর শেষে শনিবার চীন থেকে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আশিক চৌধুরী বলেছেন, এবার  ২ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে ১ বিলিয়নের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি দিয়েছে ৩০টি চীনা কোম্পানি। এটি মূলত চট্টগ্রামের আনোয়ারাতে চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চলের ওপর নির্ভর করে।”

প্রায় ৮০০ একর জমির ওপর সেখানে অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ চলছে। এ প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও ২০২২ সালের পর তেমন কোনো অগ্রগতি হয়নি বলে তথ্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান।

চার দিনের সফরে প্রধান উপদেষ্টা চীনে পৌঁছান বুধবার। শুক্রবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন মুহাম্মদ ইউনূস।

তার এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ