বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্ৰামে আব্দুল মালেক ও মামুনুর রশীদ নামে দুই ব্যক্তির বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। পবিত্র ঈদুল ফিতরের আগের রাতের এই আগুনে ওই দুই পরিবারের ঘরে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনার জন্য ক্ষতিগ্রস্তরা মেয়ের জামাইকে সন্দেহ করছেন।
রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৪টা ২০ মিনিটের দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের নছুমা খাতুন বলেন, আমরা সন্দেহ করছি এই আগুন আমার মেয়ের জামাই লাগিয়ে দিয়েছে। আমরা কিছু বের করতে পারিনি। আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরেক সদস্য শিরিন আক্তার বলেন, ঘরের একপাশ থেকে এই আগুন লাগে, যেখানে পাতার বস্তা রাখা ছিল। আমরা মনে করছি, এই আগুন কেউই লাগিয়ে দিয়েছে। কারণ আগুন লাগার স্থলে কারেন্টের কোন লাইন ছিল না।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জানান, এই বিষয়ে কিছুই বলতে পারছি না। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
বিএনএনিউজ/ নাবিদ