31 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মেট্রোরেলের ৬ বগি বন্দরে, খালাস চলছে

মেট্রোরেলের ৬ বগি বন্দরে, খালাস চলছে


বিএনএ ডেস্ক : জাপান থেকে মেট্রোরেলের ছয়টি বগি নিয়ে প্রথম চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে।বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় মোংলা বন্দরের ৭ নম্বর ইয়ার্ড থেকে আমদানীকৃত বগিগুলো খালাসের কাজও শুরু হয়েছে।এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসাসহ বন্দরের ঊর্দ্ধতন কর্মকর্তা ও মেট্রোরেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান বলেন, ‘‘বুধবার (৩১ মার্চ) বিকালে জাপান থেকে মেট্রোরেলের ছয়টি রেলওয়ে কারের (কোচ) প্রথম চালান মোংলা বন্দরে পৌঁছায়। বন্দরের ৭ নম্বর ইয়ার্ডে খালাস শেষে আমদানীকৃত বগিগুলো ঢাকায় পাঠানো হবে।

উল্লেখ্য, জাপানের কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড তৈরি মেট্রোরেলের রেলওয়ে কারগুলো ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কন্ট্রাক্ট প্যাকেজ-০৮ এর আওতায় আমদানি করা হয়েছে। ২০২১-২০২২ সালের মধ্যে এই প্যাকেজের আরও ১৩৮টি রেলওয়ে কার মোংলা বন্দর দিয়ে আমদানী, ছাড়করণ ও পরিবহণ করা হবে।

বিএনএ/ ওজি 

 

 

Loading


শিরোনাম বিএনএ