29 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় আরও তিন ইসরায়েলি সেনা নিহত

গাজায় আরও তিন ইসরায়েলি সেনা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় তাদের আরো তিন সেনা নিহত হওয়ার কথা ঘোষণা করেছে। এ নিয়ে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরাইলের স্বীকারোক্তি মতে মোট ২২৩ জন সেনা নিহত হলো। অবশ্য, হামাস ও জিহাদ আন্দোলন বলছে- ইসরাইলের নিহত সেনার সংখ্যা আরো অনেক বেশি।

মঙ্গলবার যে তিনজন সেনা মারা গেছে তাদের মধ্যে একজন মেজর, একজন ক্যাপ্টেন এবং একজন ওয়ারেন্ট অফিসার রয়েছেন। এই তিনজনের মধ্যে দুই সেনা নিহত হয়েছে দক্ষিণ গাজায় এবং একজন উত্তর গাজায়। এর বাইরে ইসরাইলি সামরিক বাহিনী আরো দুই সেনার গুরুতর আহত হওয়ার খবর দিয়েছে। এই দুই সেনা দক্ষিণ গাজায় আহত হয়েছে।

গাজা যুদ্ধ বন্ধ এবং বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে যখন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের ভেতরে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন তখন নতুন করে এইসব সেনা হতাহতের খবর এলো।

নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতি জানালেও দুই মাসের যুদ্ধবিরতির জন্য চাপাচাপি করছেন। কিন্তু গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা ছাড়া সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়। তারা সুস্পষ্ট করে বলেছে, ইসরাইল যুদ্ধ বন্ধ এবং সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করার পরেই কেবল বন্দী বিনিময়ের ব্যাপারে তারা আলোচনা শুরু করবে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ