21 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » আ জ ম নাছিরের মায়ের জানাজায় হাজারো মানুষের ঢল

আ জ ম নাছিরের মায়ের জানাজায় হাজারো মানুষের ঢল


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের জানাজায় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেছেন। সোমবার (৩১ জানুয়ারি) বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রত্নগর্ভা এই মহীয়সী মায়ের জানাযায় ইমামতি করেন মরহুমার চতুর্থ সন্তান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মেজবাহ উদ্দিনের ছেলে অধ্যাপক হাসিন আবরার।

জানাজায় অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, হুইপ শামসুল আলম চৌধুরী, মহেশখালী আসন সাংসদ আশিকউল্লাহ রফিক, রাউজান আসন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, চন্দনাইশ আসন সাংসদ নজরুল ইসলাম, ফেনী আসন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি ও পেশাজীবি সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

জানাজা শেষে নগরীর আন্দরকিল্লা কদম মোবারক জামে মসজিদ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফাতেমা জোহরা বেগম। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিন নগরের হলদিয়ার বদিউল আলম ও আছিয়া খাতুনের মেজ মেয়ে। তিনি ৬ পুত্র ৩ কন্যার জননী। অল্প বয়সে পিতৃহারা পুত্র-কন্যাকে উচ্চশিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্ব পালন করেন এ মহীয়সী নারী।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ