20 C
আবহাওয়া
১:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মায়ের মৃত্যু সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

মায়ের মৃত্যু সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর দক্ষিণ বাড্ডায় মায়ের মৃত্যু সইতে না পেরে আদিবা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ বাড্ডার কাঁচা বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে গভীর রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তারা দুই ভাই এক বোন।

নিহতের বাবা আব্দুর জব্বার জানান, কিছু দিন আগে মেয়ের মা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বাড্ডা এলাকার একটি স্কুলে আদিবা ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। আমি মিরপুর এলাকায় নিরাপত্তা কর্মী হিসেবে চাকরী করি। কাজের শেষে বাসায় এসে দেখি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে আদিবা। পরে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সব সময় মন খারাপ করে থাকতো আদিবা। মায়ের মৃত্যু সইতে না পেরে হয়তো  আমার মেয়ে আত্মহত্যা করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

নিউজটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া বাটনে ক্লিক করুন

Loading


শিরোনাম বিএনএ