বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সাগরিকায় জেসমিন ভেজিটেবল তেল কারখানায়ি আগুন লেগেছে।সোমবার(৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল তেল কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সাভিসের চারটি ইউনিট।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল তেল কারখানায় আগুন লাগে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বিএনএ/ ওজি