20 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » সস্ত্রীক আমিরাত সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট

সস্ত্রীক আমিরাত সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট


বিএনএ, বিশ্বডেস্ক: আবু ধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদের ব্যক্তিগত আমন্ত্রণে  ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগ সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন। আবুধাবি ও তেল আবিব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার এক বছর পার হওয়ার পর তিনি এই সফর করছেন।

হারজগ জানান, আবু ধাবির যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদের ব্যক্তিগত আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন এবং সেখানে অবস্থানকালে আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হবে।

ইসরাইল সম্প্রতি ঘোষণা করেছে যে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনে এগিয়ে আসতে পারে ইসরাইল। এছাড়া গত ১৮ জানুয়ারি ইসরাইল আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ