15 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রাশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রাশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান


বিএনএ, ঢাকা : ভিসা পদ্ধতি সহজীকরণ করে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে আসলে তাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

এর আগে সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নতুন ঢাকায় নবনিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।

বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে রাশিয়ায় উচ্চ শিক্ষার আরও বেশি সুযোগ পায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ