বিএনএ, ঢাকা : অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫) নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার(২৯ ডিসেম্বর) মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। । পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত তিনটার দিকে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুকা হরী মধু জানান, আমরা নাইট টহল ডিউটিতে ছিলাম। জানতে পারি ফার্মগেট হামজা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে করে চিটাগাং থেকে ঢাকায় ফেরার পথে । অজ্ঞাতপরিচয় কোন এক ব্যক্তি তাকে সুকৌশলে কিছু খাইয়ে অচেতন করে। পরে ওই বাসের সুপারভাইজার পারভেজ আমাদেরকে জানালে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ভর্তি করে।
তিনি আরও জানান,আমরা জানতে পারি তিনি বেড়ানোর জন্য গিয়েছিলেন বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে হামজা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে পাশের এক লোকের সঙ্গে তার ভাব হয়। তারপরে কুমিল্লা রেস্টুরেন্ট বাসটি থামিয়ে সব যাত্রীকে নামিয়ে দেয়। পরে সবাই নাস্তা খেয়ে ওই গাড়িতে উঠে পাশের ওই যাত্রী তাকে কিছু খাইয়ে অজ্ঞান করে বলে আমরা জানতে পেরেছি।
তিনি আরো জানান,উনার বাসা মিরপুর টোলারবাগ এলাকায়। কারও কাছ থেকে কিছু নিছে কিনা জানতে পারি নাই।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী