15 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » জসিম হত্যা মামলার আসামী সোহাগ গ্রেপ্তার

জসিম হত্যা মামলার আসামী সোহাগ গ্রেপ্তার

জসিম হত্যা মামলার আসামী সোহাগ গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্বের জের ধরে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী জসিম হত্যা মামলার আসামী মোঃ সোহাগ প্রকাশ বড় সোহাগ(২৭)’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (২১ ডিসেম্বর) রাত আটটায় কুমিল্লা জেলার লাকসাম থানাধীন পশ্চিমগাঁও এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়।

আসামি মোঃ সোহাগ প্রকাশ বড় সোহাগ মোঃ লোকমান এর ছেলে।তার বাড়ি চট্টগ্রাম জেলার বন্দর থানার চান্দার পাড়া এলাকায়।

র‌্যাব-৭ জানায়,মোঃ জসিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টিজি কলোনীর আরমান বিল্ডিংয়ের ইনচার্জ হিসাবে কর্মরত ছিল এবং পাশাপাশি আনন্দ বাজার চান্দারপাড়া সিটি কর্পোরেশন এর ময়লার ডিপো হতে ডাম্পিংকৃত বর্জ্য থেকে বোতল এবং প্লাষ্টিক জাতীয় দ্রব্য কুড়িয়ে বিক্রি করতো।গত ১৭ ডিসেম্বর
জসিম দৈনন্দিন কাজ শেষে বাসায় ফেরার সময় সোহাগ টিজি কলোনীর গেইটে রাস্তার উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলার বাম পাশে ছুরিকাঘাত রক্তাক্ত করে ঘটনাস্থ থেকে পালিয়ে যায়। পরবর্তীতে জসিমকে পরিবার এবং স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

গ্রেপ্তার আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ