15 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » আ.লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আদালত ও সরকারের ওপর নির্ভর করছে: সিইসি

আ.লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আদালত ও সরকারের ওপর নির্ভর করছে: সিইসি

আ.লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আদালত ও সরকারের ওপর নির্ভর করছে: সিইসি

বিএনএ,চট্টগ্রাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আদালত ও সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’ ‘৭২ সাল থেকে আওয়ামী লীগ রেজিস্টার্ড দল। আদালত ও সরকার নিষেধাজ্ঞা না দিলে দলটির নির্বাচনে অংশগ্রহণে কোনও বাধা নেই। তবে তারা যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় নির্বাচন করবে না তাহলে তো আমরা জোর করে তাদের করাতে পারবো না।’

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। কমিশনের ওপর কোনও চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। গত নির্বাচনের মতো বহিঃশক্তি নির্বাচন কমিশনে চাপ প্রয়োগ করতে পারবে না। আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আর আগের মতো ভোট হবে না। আগামী নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।পাঁচ আগস্টের পরে ভোটের বিষয়ে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১, ৯৬ এর মতো নির্বাচন হবে। আমরা কাজ করতে গিয়ে দেখেছি, ভুয়া ভোটার আছে। তাছাড়া অনেকে মারা গেছেন। কিন্তু যারা মারা গেছেন তাদের তালিকা চূড়ান্ত হয়নি। কেউ মারা গেলে ভোটার তালিকা থেকে নাম বাতিল করতে তাদের স্বজন আসেন না! এই সুযোগ নেওয়া হয়েছিল বিগত নির্বাচনগুলোতে।

এ সময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ আরএস/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ