14 C
আবহাওয়া
১২:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি

বিএনএ,ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পরেও সকাল থেকে অপেক্ষারত পেশাদার সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি ।এতে অনেকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বর্তমানে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান করছেন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

সূত্র জানায়, সচিবালয়ে ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ২৬ ডিসেম্বর রাতে সাংবাদিকদের সচিবালয় প্রবেশের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও সাংবাদিকদের একই তথ্য জানান। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেওয়া হয়। কিন্তু, তারপরও পেশাগত কাজে সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না সাংবাদিকরা।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ