14 C
আবহাওয়া
১০:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১১

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১১


বিএনএ, ডেস্ক : রোববার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত হয়েছে।  যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, রাজধানীর উত্তর-পূর্বে শিল্প শহর আদ্রার কাছে আসাদ বাহিনীর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাযেল।

সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

২০১১ সালে দেশটির অভ্যুত্থান-গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার উপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খুব কমই এসব হামলার দায় তেল আবিব স্বীকার করে।

ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্যবস্তু ইরান-সমর্থিত গোষ্ঠী যারা আসাদকে সমর্থন করেছিল। আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়ার বিদ্রোহীরা এরইমধ্যে ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার দাবি জানিয়েছে। মাত্র ১২ দিনের ঝটিকা আক্রমণে গত রোববার (৮ ডিসেম্বর) রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় তারা। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে পালান ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এর মধ্যদিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটে।

এদিকে সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে ৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত নেতা) আহমেদ আল-শারা। যিনি আর আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ