14 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লার মাধাইয়া বাজারে আগুনে পুড়েছে ৯০টি দোকান

কুমিল্লার মাধাইয়া বাজারে আগুনে পুড়েছে ৯০টি দোকান

কুমিল্লার মাধাইয়া বাজারে আগুনে পুড়েছে ৯০টি দোকান

বিএনএ,কুমিল্লা: কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত ৯০টি দোকান। রবিবার (২৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় এক মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত। মূহুর্তেই আশপাশের টিনের দোকানে ছড়িয়ে পড়ে আগুন।

রোববার(২৯ ডিসেম্বর) রাত ১২টার দিকে বাজারে আগুন লাগে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় বড় ক্ষতির শঙ্কা করছেন দোকান মালিকরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আগুনে পুড়ে যাওয়া সবগুলো দোকান ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এজন্য আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণও বিপুল। তবে এখনও কোনোও নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ